যাজ্ঞসেনী গুপ্ত খেতে বসে নোটিফিকেশনটা খুলল। একটা লেখা পড়তে ডেকেছে সুকান্ত। সুহৃদ শহীদুল্লাহ্ যাজ্ঞসেনীর বন্ধুতালিকায় নেই। তবে নামটার সঙ্গে পরিচয় আছে। “তরুণ কবিকে বলি” বইটা এবার বইমেলা থেকে সে কিনেছে। অসাধারণ একটা বই, যার পাতা বারবার ওল্টাতে হবে – যারা কবিতার সঙ্গেই বসবাস করে। সুহৃদের…