গাফফার মাহমুদ
কি এক মুগ্ধতায় আঁকেন প্রিয় ভিক্টর সরিন
জলযোগ রঙ বিভোরে তুলি টানে প্যাস্টেলে
ছবির বিষয় হয়ে উঠি আমিও চোখময় রঙরঙে!
শিল্প ভাষা তুলি টান সমুদ্র রঙে এই যে আমি
রোদ চশমায় দাঁড়িয়ে থাকি প্রিয় ভিক্টর সরিন!
আড়ষ্ট কুমারী লতা নেতিয়ে উঠোন ছোপছাপ
লাউয়ের মাঁচা ডগডগিয়ে বেড়ে ওঠা লাউলতা
গন্ধহীন লাউফুল কতো করে এঁকে যাও মেঘ রঙে!
দর্শন গুণবিচারী চোখ দৃষ্টি যদি হতাম প্রিয় সরিন
এই যে মেঘ বারতায় গেঁথে রাখি রঙময় পিলসুজ!
সুউচ্চ পর্বত সাদৃশ্য কুমারী স্তনে মায়াবী হরিণ চোখে
ওই যে এঁকে যাও তুলি টানে রোমানিয়ান নারী মুখ
কতো করে রোজ আঁকো টকটকে লাল রঙ জুঁইফুল!