ঝুমকি বসু
দুর্বা ঘাসে ভোরের শিশির আর শিউলিতলার মনমাতানো সৌরভ ছড়িয়ে শরৎ এসেছে বাংলায়। আর সেই সঙ্গে ধরণীতে এসেছেন মা দুর্গা। আর এ পুজোর পাঁচ দিনই নতুন পোশাক পরার এবং নিজেকে অন্যরকমভাবে সাজানোর একটা ইচ্ছে থাকে সবারই।
পুজোর বেশ আগে থেকেই শুরু হয়ে যায় নিজ নিজ সাধ ও সাধ্য অনুযায়ী কেনাকাটা। বাংলাদেশে এখন ফ্যাশন হাউসগুলো এবং পোশাক তৈরি ও বিপণন প্রতিষ্ঠানগুলো দুর্গাপুজোর উৎসবকে বছরের একটি লাভজনক ব্যবসার বিশেষ সময় হিসেবে বিবেচনা করছে। সেইসঙ্গে এগিয়ে চলছে হাল আমলের অনলাইন পেজগুলো সমান তালে পাল্লা দিয়ে। গত কয়েক বছর থেকেই দুর্গার মুখচ্ছবির গ্রাফিক্স ছাপা টি-শার্ট এবং পাঞ্জাবি খুব জনপ্রিয় সবার মাঝে। এবার শাড়ি, পাঞ্জাবি এবং টি-শার্টে দুর্গার মুখচ্ছবির ব্লক প্রিন্ট পুজোর ফ্যাশনে জায়গা করে নিয়েছে। গয়নাতেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা।
বিভিন্ন অনলাইন সাজ-সজ্জার প্রতিষ্ঠানগুলো এবার দেবী দুর্গার বিভিন্ন অবয়বের গয়না এবং টিপ তৈরি করেছেন। যার মধ্যে রয়েছে মেটাল এবং কাঠের গয়না। কাঠের গয়নার ওপর রঙ করে দুর্গার মুখের অবয়ব তৈরি করা হয়েছে। দুর্গামুখ, ওম, স্বস্তি, ত্রিশূল আকৃতির কাঠের টিপও এবারের পুজোর সাজে জায়গা করে নিয়েছে।
বাংলাদেশে দশমীতে সিঁদুর খেলার সময় সাধারণত পরা হয় লাল-সাদা শাড়ি। এছাড়া অন্য দিনগুলোতে সুতি, কাতান, জামদানি, হাফ-সিল্ক শাড়ি পরার প্রচলন রয়েছে।