হুমায়ুন গালিব

তোমার চাহনিতে বেড়ে উঠে
অজানা কত ফুল
বুকে চেপে ধরে আছে
পাথরের ফুল
নাক আর ঠোঁটে ভাঙে
একূল ওকূল
বুকে চেপে ধরে আছে
পাথরের ফুল
ফুটলো না এ হৃদয়ে
প্রেমের মুকুল
বুকে চেপে ধরে আছে
পাথরের ফুল
পাহাড়ের চূড়ায় ঝুলে
বাঁকা চাঁদের দুল
বুকে চেপে ধরে আছে
পাথরের ফুল।