জেবুননেসা হেলেন

তোমার ক্ষেত্রফল ও তাপমাত্রা
যাচাই করার শখ বহুদিনের।
অথচ দিনের দৈর্ঘ্য
কমে আসছে;
আয়তন হয়ত অন্য কোথাও প্রদর্শিত।
আচ্ছা,
কোন এককে ক্ষেত্রফল
যাচাই হবে কি সে?
তাপমাত্রা না হয়
কেলভিন এককেই
নিয়ে নেবো!
শখ পূরণ হবে তো?