এম.উমর ফারুক

মেঘহীন আকাশ থেকে
বৃষ্টি ঝড়ে নীরবে
নাড়া দিয়ে মধুর যন্ত্রণা
বুঝেছে আকাশ,তবু তুমি বুঝলে না।
চলেছি জীবনের অন্ধকার পথে
জোনাকিরাও জেগে সঙ্গ দেয়
র্নিঘুম রাতে শুধু তোমাকেই ভাবনা
বুঝেছে জোনাকিরাও, তবু তুমি বুঝলে না।
দু’কূল ভেঙেছো ছলনার আঘাতে
স্বপ্ন নিয়ে খেলেছো সাপলুডু
স্মৃতিরাও খোঁজে দু’জনের স্পর্শ
সফেদ দেয়ালে আঁকা সেই আল্পনা
বুঝেছে স্মৃতিরাও, তবু তুমি বুঝলে না।