ফারিয়া প্রমা
কবিতার প্রিয় মুখ ছুঁয়ে বিহ্বল করো আমায়, প্রাণবন্ত করো পাণ্ডুলিপি।
জন্ম-আজন্ম জীবন নিয়ে
পদ্যবম্ত হও ফাগুনের মতো।
ছায়া থেকে ফিরিয়ে আনো আমাদের পারস্পারিক আঙ্গুলসমূহ;
আমি ছুঁয়ে যাই শেষবার তোমার আঙ্গুল, তোমার চোখ,
আর তোমার চুল হতে ছিনিয়ে আনি এক আশ্চর্য আলো।
আর কতবার সুগভীর
কৌশলে ফিরে যাবে একলা?
এবার না হয় বৃষ্টিগুলোকে
আমিই নিয়ে আসি হৃদপিণ্ডের দ্বারে।