হাবিবুল্লাহ রাসেল
বালিকা অঙ্গ শারদ মেঘড্রেসে ছেয়ে
মেঘের শরীরে কাশফুল… কাশফুল…
কাশফুলে কাশফুলে নাচ্ছে মেঘমেয়ে
আমারো বাড়ছে দেখো কাশফুল চুল।
আমি লুইপা শবর পা বংশের ছেলে
বড়ু-চন্ডীদাস, জ্ঞানদাস, কালিদাস—
আমি মেঘদূত। শতাব্দীর ব্যথা জ্বেলে
শারদ বুকে পোষেছি কাশের আকাশ।
আমি মেঘদূত— ঢেকেছি শরীর দেখো
কাশফুল মেঘড্রেসে। তুমি মেঘমেয়ে
অঙ্গের ঢেউয়ে মেঘবুকে সুর রেখো
আমি কালিদাস যাই মেঘগান গেয়ে।
হৃদয়ে হৃদয়ে সাজে কাশফুল মেঘ
সমর নিভাও ফুলে বাড়াও আবেগ।