শারমিন সুলতানা রীনা

প্রেম ও মোহের ভিন্নতা বুঝিনি
মোহান্ধতায় এসেছো কাছে
স্বতঃস্ফূর্তভাবে আমিও দিয়েছি অচেনা পথ পাড়ি
শিরায় শিরায় বয়ে গেছে
মাতাল বসন্ত ঢেউ
আমার উচ্ছ্বাসে তোমার অবয়বে ছিল না ভাবান্তর
অবশেষে মৌনতায় বুঝেনিলাম তোমার অবহেলিত ভাষা…
পাখির কুহুতানে শুধু গানই থাকে না
থাকে বিনাশের করুণ আর্তনাদ আহুতি
মানুষও মাঝে মাঝে
পাখি হয়ে যায় আমিও তার ব্যাতিক্রম নই…