ইমরুল ইউসুফ
পালক হয়ে উড়তে উড়তে আমি ক্লান্ত
আমার কি উড়ে যাওয়ার কথা ছিল?
সঙ্গোপনে?
লাল ইটের ফ্রেমে বন্দি দুটি জানালা
মুখোমুখি
কথা নেই।
বেহালার সুর শুনে জানালাঘেঁষে দাঁড়ায় উড়ে বেড়ানো
মৌপোকার মায়ার পালক
বাতাসের কান্নায় পুড়ে ছাই সময়ের সম্ভ্রম
কেজি দরে বিক্রি হয় দীর্ঘশ্বাস
তারপও পালক উড়ে উড়ে রোদের গল্প শোনায়।
আমারতো উড়ে যাওয়ার কথা ছিল
চোখের পাতায় হাঁটে বাড়ি ফেরে তোমার প্রেম
ঠোঁটের কোনায় জমে থাকা শহুরে ব্যস্ততায়
ভিজে যায় দুপুরের নোনা সময়।
খুলে যায় জানালা
আমরা দুজন জানালা হয়ে হৃদয়ের গল্প বলি
আর ওড়া হয় না।