মাহফুজ রিপন

ঢাকের তালে পরাণ দোলে
পূজোর প্রসাদ নিচ্ছি তুলে
মুড়ি মুড়কি নাড়ু মোয়া
খাচ্ছি হাঁটছি আর ঘুরছি।
সুদর্শনা নয়ন তাঁরা—
ঢাকের তালে
আলতা পরা
কে গেল রে!
শরৎকালের মেঘের ভেলা
শিশির ভেজা শিউলি ফুলে
সুবাস ছড়ায় মর্তলোকে।
হ্যালোজেন জ্বলে উঠলে
জিয়নকাঁঠি নড়ে ওঠে।
দেবী দুর্গার আসনতলে
অসুর বধের মহামন্ত্র।
মহালয়ার আবির্ভাবে
সুরেশ্বরে ডাকছি মাগো চোখের জলে বিদায় দেব।