ফারুক সুমন

তারপর কালের কলস ভেঙে জলের হাসিমুখ
গড়িয়ে পড়ে বয়সের পৌরাণিক সিঁড়ি বেয়ে
যতই গত হয় দিন, অবনত মনের হরিণ
আদর্শলিপি তলিয়ে যায় ধারাপাতের গহ্বরে।
সেই শৈশবে বর্ণপরিচয় আর নীতিপদ্য পড়ে
মায়ের স্নেহধারা বাবার মৃদু শাসন মনে পড়ে
শৈশবে আদর্শলিপি পড়ে শিখেছি বর্ণবানান
ভেবেছি এই বই বুঝি পৃথিবীর আসল সবক।
অথচ বয়সের ব্যবধানে জীবনসায়াহ্নে এসে
বিমূর্ত ধারাপাত হাতে বার্ধক্যে দিয়েছি হেলান
পাশেই শৈশব, আদি-আসল আদর্শলিপি, হায়!
আদর্শকথা তলিয়ে যায় ধারাপাতের গহ্বরে।
আদর্শলিপি, মানবিক বাগানে প্রথম বৃক্ষরোপণ
ধারাপাত, গণনা শিখে হয়েছি হিসেবি, লোভী।