কবিতা অতলান্তে পুজো সংখ্যা, 4 years ago 1 min read 284 ম.আলী আকবর হায়দার চশমাটা পড়ে গেল লোনা জলের অতল তলে; চশমাটা পড়ে গেল। দেখা হবে না এদিক ওদিক, বড়ই জ্বালা সব কিছুই দেখা চশমাটা পড়ে গেল। দেখা হবে না এদিক ওদিক, লোনা জলের অতল তলে ভালোই হলো চশমাটা পড়ে, দেখতে হবে না এদিক ওদিক।